বাতাসে ভাসা আর্তনাদ
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৩:০২ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
রক্তের চিৎকারে কেঁপে ওঠে ঘর
জেগে যায় রাত,
তবুও থামে না ঘাতকের আঘাত!
একি আমার দেশ!
একি আমার শহর
বাড়ে রাত, বাড়ে ঘোর!
অস্ত্রের দাপটে কাঁপে বাতাস
বুকে জমে দীর্ঘশ্বাস
চারিদিকে কেবল অস্থির নিশ্বাস !
বর্বরের আক্রমনে
খুলি ঢুকে যায় মগজের ভিতর
সময়ের চোখে ডুবে যায় ভোর!
জ্বলন্ত বারুদ চোখে
হোক তবে দূর্বার প্রতিবাদ,
মিছিলে মিছিলে কাঁপুক উদ্যত হাত
রক্তজবার আহবানে ভাসুক প্রভাত!
কবি : মনিরুজ্জামান মুন