মানচিত্রের কথা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ২:৫১ অপরাহ্ণ |
মানচিত্রের কথা

মেঘের সঙ্গে খেলতে খেলতে সালভাদোর দালি হেঁটে যান। পিকাসো আর অবন ঠাকুর দিয়েছেন মেঘের নতুন মেল আইডি।

কাল্পনিক সন্ত্রাসের ভেতর অন্য তুলিতে আঁকা
শিমুল আর পলাশের ছবিকে অন্তর্লীন
সিগনেচারে দেখে হৃদয় থেকে ধুয়ে
ফেলি কার্বনমাখা রুমাল আর জামা।

পিকাসোর ক্যানভাস যে কোনো সময় ঢুকে পড়ে
যে কোনো বাসায়। কারখানায় উৎপাদিু বাঘের প্রতিকৃতির ওপর পায়রা ওড়াচ্ছেন পিকাসো। অক্ষরের সঙ্গে রঙের সাম্যকথা বলতে বলতে অবন ঠাকুর বৃক্ষের ভিতরে
বাগেশ্বরী আঁকছেন। সেলিমের
চা-দোকানে হৈচৈরৈখিক টোপোগ্রাফিগুলি দালি ও আমাদের একাত্ম করে। পিকাসো দেখতে
চান আমাদের রহস্যের অদ্ভুত উৎসগুলি আর
পদ্মা নদীতে কীভাবে প্রীতিময় হয় নৌকোরা।

দরজার বেল বেজে ওঠে। ভোরের দরজা
খুলতেই দেখি, সম্মুখে দাঁড়িয়ে বিমূর্ত পিকাসো, দালি আর অবন ঠাকুর।

পিকাসো নিজ হাতে শাহবাগ নামক প্রতীকের ঘরে কফি বানান।
রঙ দিয়ে লেখা স্বাধীনতা ঝরে পড়া দেখি
শস্যহীন ঊষর জমির উপর…

 

কবি :  অলোক বিশ্বাস

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে