সফটওয়্যার আপগ্রেড হলেই উচ্চধাপে বেতন শিক্ষকদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ১০:০৮ অপরাহ্ণ |
সফটওয়্যার আপগ্রেড হলেই উচ্চধাপে বেতন শিক্ষকদের

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণের লক্ষ্যে সফটওয়্যার আপগ্রেড করা হচ্ছে। এ কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেড হয়ে গেলে উচ্চধাপে বেতন পাবেন শিক্ষকরা। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩ তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে।

মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টি গোচর হয়েছে। আশা করা হচ্ছে অতিদ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উচ্চধাপে বেতন নির্ধারণ করতে পারবেন।

গতবছর প্রাথমিক শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেড দেয়া হয়। তবে বেতনভাতা ১৩তম গ্রেডে ফিক্সেশন না হওয়ায় শিক্ষকরা এখনও আগের বেতনই পাচ্ছেন। এ নিয়ে ভোগান্তিতে রয়েছেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে