কোন সুন্দরী রমণীর দিকে বন্ধুত্বের হাত বাড়াতেই
তিনি মনে করছেন-
আমি বুঝি তার শাড়ির আঁচল টানতে চাইছি
কিংবা চুম্বন
নয় আলিঙ্গন
ব্রায়ের হুক খুঁজছি-
জিপার খুলেই আছি!
আজ একবিংশ শতাব্দীর সুপার হাইওয়েতে দাঁড়িয়ে আমরা
আর বাস করছি সেই মধ্যযুগেই-
অন্তঃপুরে, শয্যার কাছাকাছি।
কবি : সিরাজুদ্দৌলাহ বাহার