ফায়ারবক্সের আগুন
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
আমি তুষারপাত কখনও দেখিনি
তবে কল্পনা করতে পারি বেশ –
এটির স্বাদ কী তা জানি না, তবে রঙটা
শুভ্রসাদা, হিম ও শিহরিত।
এটি বাতাসের তীব্রতার গতি অনুযায়ী মাটিতে নেমে আসে
সূর্যের আলোতে রূপবতী হয়
আমি কোনো রূপবতীর সামনে যেমন কেঁপে উঠি
তুষার জমা সৌন্দর্যেও বোধহয় তেমন কেঁপে উঠবো।
কুণ্ডলি পাঁকিয়ে থাকা তুষারের মত হিম সকালে
ফায়ারবক্সের আগুন প্রেম সংক্রমিত করবে মিলন সম্ভাবনা। অথবা…
কবি : কামরুল বাহার আরিফ