‘কালি ও কলম’ এর সম্পাদক আবুল হাসনাত আর নেই
পদ্মাটাইমস ডেস্ক : দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত আর নেই। রোববার সকাল আটটায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খান। তিনি জানান, ফুসফুসে সংক্রমণ-জনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে করোনা পরীক্ষা করলে ফল নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেলেন।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত গণমাধ্যমকে জানান, আবুল হাসনাত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত (মাহমুদ আল জামান)-এর মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা থেকে ২টা — বেঙ্গল শিল্পালয়ে,সোয়া ২টা থেকে পৌনে ৩টা — ছায়ানট শিল্প প্রাঙ্গণে রাখা হবে। বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের মসজিদে জানাজা শেষে শহিদ বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হবে।
আবুল হাসনাত ছিলেন একাধারে কবি, সাংবাদিক, সাহিত্য সম্পাদক। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেন। আমৃত্যু তিনি সাহিত্যপত্রিকা কালি ও কলমের সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।