সবজি চাষে ভাগ্য বদল কৃষক মজিবরের

প্রকাশিত: নভেম্বর ১, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
সবজি চাষে ভাগ্য বদল কৃষক মজিবরের

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে কৃষক মো. মজিবর রহমান কৃষি কাজ ও মৌসুমে সবজি চাষ করে নিজের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। ভাগ্য পরির্বতন হয়েছে তার, পারিবারিক খরচ মিটিয়ে সঞ্চয় করতে পারছেন তিনি। তবে কৃষি কাজে তিনি নিজেই বেশি শ্রম দেন।

এ বছর তিনি ১ বিঘা জমিতে বরবটি, পটল, করলা, ও ঢেঁরস ও অন্য একখন্ড জমিতে বেগুন, চাষ করেছেন। ইতোমধ্যে তিনি ৪০ হাজার টাকার পটল ২০ হাজার টাকার করলা, ১০ হাজার টাকার বরবটি, ও ২ হাজার টাকার ঢেঁরস বিক্রী করেছেন। বেগুন উঠতে শুরু করেছে কেবল, সব মিলে আরও ৬০ হাজার টাকা বিক্রী হতে পারে। তিনি বলেন এ কাজে তাঁর নেই কোন আধুনিক কৃষি প্রশিক্ষন।

বাব দাদার কাছ থেকে শিখেই তিনি চাষ করে যাচ্ছেন বিভিন্ন সবজি সহ নানান ফসল, এক সময় তার সংসারে খুব অভাব ছিল, দারিদ্রর সংগে সংগ্রাম করে বড় হয়েছেন, তার এ সংগ্রামী জীবন দেখলে মনে হয় ইচ্ছা আর মনোবলকে কাজে লাগালে যে কোন মানুষ সফল হতে পারে। ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভালোভাবেই চলছে তার সংসার।

২ মেয়ে কে বিয়ে দিয়েছেন, এক ছেলে লেখাপড়া করে ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করেন আর এক ছেলে ছোট তার সংসাওে এখন আর অভাব নেই। তার নিজস্ব ৪ বিঘা ধানী জমি আছে, সবজি চাষের জন্য এ জমিটি ২০ হাজার টাকায় লিজ নিয়েছেন। তিনি আরও জানান ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা কিংবা সরকারি কোন সংস্থার দিক নির্দেশনা বা সহায়তা পান নি তিনি। তিনি কৃষি কাজে আরো সফলতা পাওয়ার জন্য সরকারের কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি র্কমর্কতা কৃষিবিদ প্রক্রাশ চন্দ্র সরকার জানান, ধান চাষের চেয়ে সবজি চাষে লাভ বেশী এ জন্য সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগে সব সময় র্কষকদেও পাশে থেকে কাজ কওে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে