বিচার
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ৬:০৩ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
মধ্যমাঠের তালগাছটি আমার।
সমবেত সুধীমণ্ডলী, বিচার মানি
কিন্তু ঐ যে তালগাছটি যেখানে বাবুইয়ের বাসা
আর সকাল সন্ধ্যা চিলশকুনের বাস
ঐটা আমার
সেই ইশপ যাকে আপনারা চেনেন
যাকে মুল্লুকের সবাই চেনে
তিনি আমার ভাই বা নেহায়েতই প্রপিতামহদের প্রপিতামহ
বলেছেন, বিচারাধীন তালগাছটি আমার
অতএব বিচার মানি
প্রমানিত ঐ যে তালগাছটি খাড়া আকাশ ছুঁয়েছে
সেটাতো আমারই
তার চতুষ্পার্শ্বও আমার
সমবেত সুধীমন্ডলী, ইশপ বলেছেন
বিচারের ভারও এখন থেকে আমারই
-মাহবুবুর রহমান বাদশাহ