আড়ানীদে নৌকার প্রার্থীকে সমর্থন বিদ্রোহী প্রার্থীর

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১; সময়: ৮:৩০ অপরাহ্ণ |
আড়ানীদে নৌকার প্রার্থীকে সমর্থন বিদ্রোহী প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী রিবন আহমেদ বাপ্পি (প্রতিক মোবাইল ফোন)। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিয়েছিলেন রিবন আহমেদ বাপ্পি।

প্রতীক বরাদ্দের দুই দিন পর শনিবার (২-ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাসভবনের কনভারেন্স রুমে, উপজেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষনা দেন রিবন আহম্মেদ বাপ্পি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সিন্ধান্তের প্রতি অবিচল আস্থা ও সম্মান প্রদর্শন করে এবং দলীয় প্রতীকের প্রতি আস্থা, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করার লক্ষে আমি এই সিন্ধান্ত নিয়েছি এবং প্রচার প্রচারণা থেকে বিরত থাকবো ও নৌকা প্রতিকের প্রাথীকে সমর্থন জানিয়ে বিজয় সুনিশ্চিত করার লক্ষে সর্বাত্তক সহযোগিতা করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, পৌর যুবলীগ এর সভাপতি শাহিন আলম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম প্রমুখ।

 

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে