প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১; সময়: ১০:৫৯ অপরাহ্ণ |
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।

শোকা বার্তায় মেয়র বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারেও। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলা সাহিত্যে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শোক বার্তায় মেয়র মরহুমার বিদেহী মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার বিকালে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে