চারঘাটে ৪০০ বিএনপি নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১; সময়: ১১:১২ অপরাহ্ণ |
চারঘাটে ৪০০ বিএনপি নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পোস্টারের ওপর পোস্টার টানানো ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান বিপ্লবকে প্রধান আসামী করে একটি মামলা করেছেন। ওই মামলায় ১০১ জনের নাম উল্লেখ ও তিনশতাধিক অজ্ঞাতনামদের আসামী করা হয়েছে।

মামলায় আটক করা হয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলেল ব্যাক্তিগত সহকারী শামিম আহম্মেদসহ ৪ জনকে। রোববার দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে শতাধিক ব্যাক্তির নাম উল্লেখ ও তিন শতাধিক অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় ৪ জনকে আটক অন্য আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য শনিবার সকালের দিকে পোস্টারের ওপর পোস্টার সাটানো ও পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একরামুল হকের সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারসহ আওয়ামী লীগ-বিএনপির ১২ নেতাকর্মী আহত হন।

ককটেলের শব্দে এবং দেশীয় অস্ত্রের ঝনঝানানিতে পুরো চারঘাট বাজারসহ আশেপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় বাজারে সকল দোকানপাট। থমকে দাঁড়ায় চারঘাট-বাঘা মহাসড়কে চলাচলকারী যানবাহন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

  • 58
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে