কাল যাপন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
কাল যাপন

রাত্রির বাথান জুড়ে দুঃস্বপ্নের দৌরাত্ম্য

অথচ কথা ছিলো থাকবে
দূর নক্ষত্রের সাথে পাল্লা দিয়ে
মাথার শিথানে অগণন জোনাকি
থাকবে লক্ষ্মীপেঁচা অভয়ের ডাকে -আর অচেনা ফুলের রাতচড়া সৌরভ
বাতাসের মৃদু মূর্চ্ছনা জানালার পর্দায়
জড়িয়ে দেবে রাত্রে গীত রাগ
ঘুমের ভেতরে স্বপ্নও থাকবে গভীর ঘুমে

দূরে শোকের উচ্চারণে তন্দ্রার যবনিকা
দূরভাসে ভেসে বেড়ায় মৃত্যুরই অন্ধবার্তা
আধঘুমে শুনি শুধু স্বজনের বিষন্ন বিলাপ
নিঃসাড় পড়ে থাকা হিমজমা কালে
মহাকাল মাপনিতে এতটুকু পলে
এ মানব জন্মে জমে ওঠে এক জীবনের সন্তাপ।

 

কবি : মনিরা মিঠি

(কবির ফেসবুক থেকে সংগৃহিত)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে