রাজশাহী হাসপাতালে একদিনে দুইজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
রাজশাহী হাসপাতালে একদিনে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান। মৃতদের মধ্যে হাসপাতালের আইসিইউতে করোনা শনাক্ত একজন ও ২৯ নম্বর করোনা ওয়ার্ডে উপসর্গে একজন মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে যে দুইজন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান,

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তিনি জানান, সোমবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৭ জন। হাসপাতালের আইসিইউতে মোট ১০ জন রোগী ভর্তি রয়েছেন ।

  • 183
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে