রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১; সময়: ৯:১০ অপরাহ্ণ |
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রভাবে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। বুধবার বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে ১০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের বিশেষ উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্য সহায়তা প্রদানকালে রাজশাহী  প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শরিফ উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, করোনায় দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। শঙ্কট কাটিয়ে কেউই ঘুরে দাঁড়াতে পারছেন না। আর লকডাউনের ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষভাবে কায়িক উপার্জনকারী দিনমজুররা দুর্বিষহ জীবনযাপন করছেন। ফলে আবারো এদের সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচিতে দেশের বিত্তবানদের একাত্মতা পোষণ করে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত বছর দেশে করোনার প্রাদুর্ভাবের পর রাজশাহীর অসহায় মানুষদের পাশে দাঁড়ায় উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। সেবছর প্রায় ৭৫০ জন অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করে এ সংগঠন ও প্রেসক্লাব। এ বছর আবারো অসহায়দের সহায়তায় খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া করোনায় সম্মুখসারির যোদ্ধাদের উৎসাহিত করতে ধারাবিকভাবে গণতালি কর্মসূচি পালন করা হয়।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে