ঈদের খুশি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
ঈদের খুশি

ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে ঐ-রে
ফিন্নি-পায়েস, মাংশ-রুটি, নতুন জামা কই-রে
আতর গোলাপ ছড়াছড়ি, বোতল ভরে সুরমা আন
জায়নামাজে নামাজ শেষে আলিঙ্গনে মাতবে প্রাণ।

এবার ঈদে নতুন কেনা রঙ্গিন রঙ্গা পাঞ্জাবী
ঠিক করেছি দান করবো কাজের বুয়ার ছেলেকে
জরীর টুপি পরবো না ভাই, পরবো না ঐ মালাটি
ঝলক লাগা নাগরা জুতো কে নিবিরে? নিবি কে?

বাবা-কাকার পায়ে ছুয়ে সালামী পাবো যতো
বিলিয়ে দেবো দরিদ্র আর পথ শিশুদের হাতে
ঈদটা আমার কাটুক না-হয় সাদামাটার মতো
নিঃসম্বল গরিব দুঃখী আনন্দ পাক তাতে।

আমার গাঁয়ে মলিন জামা- লাজ কী? তাতে ভয় কী?
পথশিশুর মুখের খুশি আমার খুশি নয় কি?

@আকিব শিকদার

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে