রাজশাহীতে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১; সময়: ১০:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের আইসিইউতে তারা মারা যান বলে জানিয়েছেন, রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, যে ২ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গতকাল শুক্রবার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১০৯ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৩ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ৬ জন রোগী।

এদিকে, রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে ও নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৭০০ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।

আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১১৬ জনের। এদিন ৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৭০০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এদিন নতুন করে বৃহস্পতিবার কারো মৃত্যু হয়নি।

  • 223
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে