রাবিতে উদ্ধার ৪ বোমার বিকট শব্দে বিস্ফোরণ

প্রকাশিত: মে ১, ২০২১; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
রাবিতে উদ্ধার ৪ বোমার বিকট শব্দে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ধার চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিস্কৃয় করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের ফাঁকা জায়গায় বোমাগুলো নিয়ে যায় বগুড়া ক্যান্টনমেন্টের বোমা বিশেষজ্ঞ টিম। পরে সেখানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটনো হয়। এ সময় বিকট শব্দে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার একটি খনন কাজ চলা পুকুর থেকে দুইটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ঘিরে রাখে। পরে পুলিশ বোমাগুলো নিস্কৃয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়।

এর আগে গত ২৭ এপ্রিল একই জায়গায় একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে। বিকট শব্দে সেটিও বিস্ফোরণ ঘটে।

  • 217
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে