করোনা

প্রকাশিত: মে ১১, ২০২১; সময়: ১১:৩১ পূর্বাহ্ণ |
করোনা

বিশ্ব জুড়ে আসলো এক মহামারি
আত্মীয় স্বজন বন্ধুগণ সবাই গেল ছাড়ি।
মহামারির বিষাক্ত থাবাই বিশ্ব আজ টালমাটাল
চারিদিকে লকডাউন মধ্যবিত্তের সংসারে আকাল।
ভয়াবহ করোনায় কতজন ফায়দা লুটলো তার কোনো হিসাব নাই!
দরিদ্ররা মুখ থুবড়ে পড়লো তার কোনো খোঁজ নাই।
বিষাক্ত এই করোনা কাঁদিয়ে যাচ্ছে বহু পরিবার
কষ্ট বেদনায় সবাই এখন একাকার।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিবর্ণতার ছোঁয়া,
আবার কবে আসবে ফিরে রঙিন দিনের হাওয়া?
করোনায় গেল কত প্রাণ!
কত পরিবার হয়ে গেল সুনসান
কত পরিবার হলো অভিভাবক হারা!
কতজন হারালো চাকরি হলো দিশেহারা।
খেটে খাওয়া মানুষ হতাশাগ্রস্ত
আয় রোজগারের পথ বন্ধ।
বিশ্ব আজ থমকে গেছে করোনার থাবাই
প্রতি মুহূর্তে আতঙ্কে আছে সবাই!
কবে কখন কিভাবে ঘুরবে সময় আবার
কাটবে করোনার রেশ জয় হবে সবার।

 

কবি : সোহানুর রহমান সোহান

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে