৩০০ রিকশাচালক পেলেন রাজশাহী জেলা ছাত্রলীগের ঈদ উপহার

প্রকাশিত: মে ১১, ২০২১; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
৩০০ রিকশাচালক পেলেন রাজশাহী জেলা ছাত্রলীগের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজশাহীতে ৩০০ জন দরিদ্র রিক্সাচালকের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর বন্ধ গেট এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজশাহী- ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সহযোগীতায় জেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমি এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- লাচ্ছা-সেমাই, দুধ, চিনি ইত্যাদি।

গত সোমবার জেলা ছাত্রলীগের আয়োজনে জাকির হোসেন অমির নেতৃত্বে ৫০ জন রিকশাচালককে ঈদ উপহার হিসেবে লুঙ্গী ও পাঞ্জাবি প্রদান করা হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের উদ্যোগে গত ২১ এপ্রিল রাজশাহী জেলায় হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে গুড়া দুধ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। যা অব্যাহত রয়েছে।

ছাত্রলীগ নেতা জাকির বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় করোনাকালীন জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নিজের টিউশনির টাকা দিয়ে নিয়মিত মাস্ক ও ত্রাণ সামগ্রী বিতরণসহ জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।

তিনি জানান, মাহে রমজান উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ৫০ জন রিকশাচালকের মাঝে লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়াও ঈদ উপহার হিসেবে মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • 408
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে