রাজশাহীতে শিক্ষা সহায়তা পেলেন ২০ শিক্ষার্থী

প্রকাশিত: মে ১১, ২০২১; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
রাজশাহীতে শিক্ষা সহায়তা পেলেন ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শিক্ষা সহায়তা পেলেন রাজশাহীর ২০ দরিদ্র মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। এদিন শিক্ষার্থীরা সহায়তা পেয়ে প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ করোনাকালে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চলমান রাখতে তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।

এর আগে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের চলমান কার্যক্রম থেকে রাজশাহীর ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এরপর উদ্যোগ নেয়া হয় প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচির। এছাড়া গত বছর দেশে করোনার প্রাদুর্ভাবের পর রাজশাহীর ৭৫০টি অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করে এ সংগঠন ও রাজশাহী প্রেসক্লাব।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে