মেয়র লিটন ও ডিএফএর ঈদ উপহার পেলেন খেলোয়াড়রা

প্রকাশিত: মে ১১, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
মেয়র লিটন ও ডিএফএর ঈদ উপহার পেলেন খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের বিভিন্ন ইভেন্টের ৪৫ জন খেলোয়াড়কে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ প্রদান করা হয়েছে ।

প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।

এছাড়াও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৩য় স্থান অর্জনকারী ১০ জন খেলোয়াড়কে রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলোয়াড়দের অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মো. ওয়াহেদুন নবী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের নামে ফাউন্ডেশন ও রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে খেলোয়াড়দের খাদ্য সহায়তা হিসেবে ঈদ উপহার প্রদান করছি। এই সহায়তার ফলে করোনকালীন ও ঈদের আগে খেলোয়াড়দের অনেক উপকার হবে। অন্তত ৮/৯ দিন তারা এটি দিয়ে পরিবার নিয়ে ভলোমতো চলতে পারবেন।

এ সময় রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রাফিখা খানম ছবি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহম্মেদ আমান, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মো. রাসেল জামান, হকি সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, জুডো সম্পাদক মো. সাইফুল ইসলাম কালু, প্রাক্তন ফুটবলার তাপস, বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে