রাজশাহীতে ফের বেড়েছে সংক্রমণ

প্রকাশিত: জুন ৭, ২০২১; সময়: ১০:০৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ফের বেড়েছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আবারও বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার। সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহীর ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭৪ জনের করোনা পজেটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হয়েছে ৪৫ দশমিক ০৭ শতাংশ। যা এর আগের দিন রোববার ছিল ৪১ দশমিক ২৯ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ এবং গত শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাব সূত্রে জানা গেছে, রোববার দুই ল্যাবে তিন জেলার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭৪ জনের পজিটিভ এসেছে।

এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৯৮ নমুনা পরীক্ষা করে ৭৫ জনের এবং হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে করোনা পাওয়া যায়।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা পজেটিভ এসেছে। রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে এ জেলার নমুনা পরীক্ষা হয়। ফলাফল অনুযায়ী এ জেলায় শনাক্তের হার ৬০ দশমিক ৬৯ শতাংশ। এর আগে গত শনিবার এ জেলায় শনাক্তের হার ছিল ৬১ দশমিক ৩৬ এবং গত শুক্রবার ৬১ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, নওগাঁ জেলার একজনের নমুনা পরীক্ষা করে তার করোনা পজেটিভ আসে। রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে এ নমুনা পরীক্ষা হয়েছে।

  • 582
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে