রামেকের করোনা ইউনিটে ১৪ মাসে ১১শ’ মৃত্যু

প্রকাশিত: জুলাই ২, ২০২১; সময়: ১০:২৫ পূর্বাহ্ণ |
রামেকের করোনা ইউনিটে ১৪ মাসে ১১শ’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১৪ মাসে করোনা আক্রান্ত ও উপসর্গে ১১শ’ রোগীর মৃত্যু হয়েছে। ২০২০ সালের মে মাস ২০২১ সালের জুন পর্যন্ত করোনা ভাইরাসের ১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৩৪৬ জন।

তবে বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মৃত ২২ জনের হিসাব মতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১০০ জনে। আর সেই হিসাব মতে করোনা পজিটিভ মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩৫১ জনে। আর বাকিগুলো করোনা উপসর্গে মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে ভর্তির চিত্রে এসব তথ্য উঠে আসে। তবে যে ১১’শ রোগীর মৃত্যুর কথা বলা হয়েছে- তারা রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ। জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে করোনা রোগী ছিলো না রাজশাহীতে।

পরের মাস এপ্রিলে রামেক হাসপাতালে ভর্তি হন ২৫ জন রোগী। চিকিৎসা নিয়ে ছাত্রপত্র পান ২৩ জন। একই বছরের মে মাসে ১৯৭ জন ভর্তি হয়, হাসপাতালে ছাড়পত্র পান ১৮২ জন। এই মাসে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। জুন মাসে ৫২৪ জন ভর্তি হলেও ৪১৪ জন ছাড়পত্র পান।

এই মাসে করোনার উপসর্গ নিয়ে ৩৭ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ৭৭৫ ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭৫ জন। এই মাসে বছরটিতে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী ভর্তি হয় রামেক হাসপাতালে। হাসপাতালটিতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১১ জনের।

এছাড়া আগস্ট মাসে ৭৫৪ জন ভর্তি হলেও চিকিৎসা শেষে ৬৭১ ছাড়পত্র পেয়েছেন। এই মাসে করোনার উপসর্গ নিয়ে ৯৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে পজিটিভ হয়ে মারা যান ২৬ জন। সেপ্টেম্বর মাসে ৪০৩ ভর্তি হয়ে ছাড়পত্র পান ৩৭৪ জন করোনা রোগী। করোনার উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু ছাড়াও পজিটিভ ছিলেন ১৩ জন।

অক্টোবর মাসে ২৮৮ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন ২৯৪ জন। এই মাসে করোনা পজিটিভ হয়ে ৬ জনসহ উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়। নভেম্বরে করোনায় আক্রান্ত হয়ে ২৭০ জন ভর্তি হয়ে ২২৭ জন ছাড়পত্র পেলেও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। একই বছরের ডিসেম্বরে ৩০০ জন ভর্তি হয়। ছাড়পাত্র পান ২৭০ জন। এসময় উপসর্গ নিয়ে মৃত্যু ৩৪ জনের। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যু বরণ করেছেন ১১ জন নারী ও পুরুষ।

গত মাসের তুলনায় ২০২১ সালের জানুয়ারি মাসে কমে যায় করোনা আক্রান্ত রোগী সংখ্যা। এই মাসে ২৩১ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ২১১ জন বাড়ি ফিরেছেন। এই মাসে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন চারজন। ফেব্রুয়ারি মাসে ২০১ জন ভর্তি হয়েছিল করোনা আক্রান্ত রোগী।

চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ১৯৩ জন রোগী। উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যু হলেও এই মাসে মাত্র একজন করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া মার্চ মাসে ভর্তি হয়েছে ৩৩৪ জন করোনা রোগী। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭২ জন। এই মাসে তিন জন করোনা পজিটিভ হয়ে মারা গেলেও উপসর্গে মৃত্যু হয়েছে ৩১ জনের।

এপ্রিল মাসে ৬৫৪ জন ভর্তি হয়েছিলো হাসপাতালটিতে। পুরোমাসে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫২০ জন। এই মাসে উপসর্গে মৃত্যু হয়েছে ৭৯ জনের। আর পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। মে মাসে ৮০৮ জন ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬১৭ জন। উপসর্গে মৃত্যু হয়েছে ২২৮ জনের। এছাড়া করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

সর্বশেষ জুন মাসে ১ হাজার ৩৯৭ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮৫ জন। এই মাসে করোনার উপসর্গে মারা গেছেন ৪০৫ জন রোগী। আর শুধু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৯ জনের নারী ও পুরুষের। যা মৃত্যুর দিক থেকে সর্বোচ্চ করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে।

  • 250
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে