দেশে গত ২৪ ঘন্টায় ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
দেশে গত ২৪ ঘন্টায় ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন। ঢাকার বাইরে একজন রোগী হাসপাতালে রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৫০০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে মোট রোগী ভর্তি হয়েছেন ০৯ জন।

এ বছরের পহেলা জানুয়ারি থেকে ২৭শে জুলাই পর্যন্ত রোগী ভর্তি ১ হাজার ৯শ’ ৪৫ জন। আর ছাড়া পেয়েছেন ১ হাজার ৪শ’ ৩৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট- আইইডিসিআর ডেঙ্গু সন্দেহে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

  • 126
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে