বদলগাছীতে ৮ টি ইউপির ওয়ার্ডে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১; সময়: ২:৫২ অপরাহ্ণ |
বদলগাছীতে ৮ টি ইউপির ওয়ার্ডে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী :  নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা আজ থেকে সারাদেশ ব্যাপী প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্ববধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল ইউনিয়নে টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালানো হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় ৮টি ইউপির চেয়ারম্যানরা স্ব স্ব ইউপির টিকাদান কেন্দ্রে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের বুথ থেকে ২শ জন করে এক ইউনিয়নে মোট ৬শ জন ব্যক্তিকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। বাঁকি ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।

সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে একাধিক স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতেও দেখা গেছে, পাশাপাশি ৮টি ইউপির চেয়ারম্যানরা সু-শৃঙ্খল ভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেছেন।

পরে সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম উপজেলার ৮টি ইউনিয়নের ঠিকা কেন্দ্রেরের বুথ গুলি পরিদর্শণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত সহ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও তার অঙ্গসংগঠনের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফরহানা জানান, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শত করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮শত টিকা প্রদান করা হচ্ছে। আগামীতে পর্যায়ক্রমে সকলকে এই টিকা দেওয়া হবে।

  • 249
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে