ভুলতে পারবে না

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৬:০০ অপরাহ্ণ |
ভুলতে পারবে না

মাহবুব দুলাল : দূর্গম পথ, অশাস্ত ঢেউ
অশান্তি ঘুচাবে ছিল না কেউ-
অধিকার ছিল না এই বদ্বীপে;
তখন ছিল শোষণ, জাতি হননের
অধ্যয়।

যবে জন্মেছিলে তুমি বাঙলায়
তবে পেয়েছি আমরা স্বাধীনতা
মানচিত্র পতাকা নিজেদের জাতির
পরিচয়।

ভাবেনি সেদিন তোমার চলার
পরতে ধ্বনিত হয়েছে, প্রজ্ঞা আর
প্রজ্জ্বলনে বীজ হয়েছে রোপিত;
পরাধীনতার শৃংখল ভেঙ্গে স্বাধীনতার।

আজীবন শুধুই ভাবনা তোমার
ভাষা আর বাঙ্গালী-
বিজাতির সাথে করোনি প্রণয়;
রাখনি পাকিস্তানি আবদার।

অনেক চড়াই উৎরাই
ছেলে হারানো মায়ের কান্না-
অবশেষে ৭১’র মহান যুদ্ধে;
রক্তের অক্ষরে কেনা সবুজের এ দেশ।

নতুন সুর্যোদয়, ক্ষয় নাই যার ক্ষয় নাই-
তোমার লালিত স্বপ্নেগড়া
পৃথিবীর রাণী আমাদের বাংলাদেশ।

এরপর, অতঃপর
৭৫’র ১৫ আগস্ট বিভীষিকাময় রাত
৩২ নম্বর বাড়ি, উদরে বাংলাদেশ-
আজন্ম শত্রুর বাসনায় বিদীর্ণ মানচিত্র
উল্লাসে ডালিম-রশিদ।

নৃশংস হত্যাকান্ড, শহীদ বঙ্গবন্ধু;
৫৫হাজার বর্গমাইলের একদল
প্রকান্ড দানব, দিশেহারা পথভ্রষ্ট
লিপ্সা ও তাবেদারি শিরায় শিরায়।

নৃশংস ওই কালোরাতে
স্তম্ভিত বিশ্ব-বিবেক-
স্বাধীন দেশে প্রত্যাশা
ও প্রাপ্তির খতিয়ান শূন্য।

দেশ দেখেছে সৃজনের ধ্বংসে
বঙ্গভূমিতে নামে অন্ধকার-
অনামিকার যবনিকা এখনো কাটেনি
ষড়যন্ত্রের অনল এখনো বইছে
তোমার স্বাধীন দেশে, কুরে কুরে খায়
ঘুণপোকায়।

মরনেও অমর থাকলে তুমি
স্বদেশের প্রাণে প্রাণে
শরীরে মননে বীর যোদ্ধা তুমি
সারা বিশ্ব জানে ও মানে।

তোমার কীর্তিময় জীবন সৌধ
অধরার বিস্ময়ে ভরা-
শ্রেষ্ঠ বাঙ্গালী মানে তারা
তোমার আজন্ম শত্রুও যারা।

উড়বে যতদিন আকাশে বাতাসে
অর্জিত তোমার লাল-সবুজের পতাকা
যতদিন বইবে পদ্মা মেঘনা যমুনা
ভুলবে না ততদিন কোন প্রজন্মই
জাতির পিতার আত্মত্যাগেই স্বদেশ ভরা।

লেখক-শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে