সান্তাহারে মরদেহ উদ্ধার, আটক ৩ 

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
সান্তাহারে মরদেহ উদ্ধার, আটক ৩ 
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে আবুল কালাম আজাদ (৪২) নামের এক মটরসাইকেল মেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালাম নওগাঁর সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার মালশন মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য স্ত্রী, শালিকা ও শ্বশুরকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, সান্তাহার পৌর শহরের মালশন মোড়ে মটরসাইকেল মেকার আবুল কালাম আজাদ ও তার ভায়রা মিলে এক খন্ড জমি কিনে তাদের উভয়ের স্ত্রীর নামে রেজিষ্ট্রী করে দেন। আবার সেখানে যৌথভাবে তাঁরা একটি দ্বীতল বাসা করে বসবাস করে আসছিলেন। হঠাৎ সেই জমি নিয়ে আবুল কালাম আজাদের সাথে স্ত্রী লিজার কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীর নামে থাকা জয়গাটি কালাম তার নামে করে নিতে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে উভয়ের ম্যধ্যে কথাকাটি চলছিল।

বৃহস্পতিবার সকালে শ্বশুরের সাথে কালামের হাতাহাতিও হয়। বিষয়টি নিয়ে কালামের শ্বশুর বাচ্চু, তার স্ত্রী লিজা ও  শালিকা রুপা আলোচনা করে তার বিরুদ্ধে থানায় অভিযোগের সীদ্ধন্ত নেয়। ওই দিন দুপুরে ওই বাসায় ফ্যান টাঙানো রডের সাথে গলায় দড়ি লাগানো কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য স্ত্রী, শালিকা ও শ্বশুরকে আটক করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে