রাজশাহী খেলাঘর আসরের আয়োজনে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১; সময়: ৯:৪৬ অপরাহ্ণ |
রাজশাহী খেলাঘর আসরের আয়োজনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলমাবীদের পূজামণ্ডপ-ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“আমরা সকল ধর্মের শিশুরা যদি একসাথে থাকতে পারি তোমরা বড়রা কেন পারো না ? এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকেল ৫ টায় রাজশাহী খেলাঘর আসরের আয়োজনে নগরীর আলুপট্টি মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী খেলাঘর আসরের সভাপতি ডা.এফএমএ জাহিদ, সাধারণ আফতাব আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জেটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার গোষ, সেক্টর ফোরামের সভাপতি খন্দকার হাসনাত প্রমুখ।

মানববন্ধনে গানের মাধ্যমে শিশুরা প্রতিবাদ জানায়। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে পূজামণ্ডপে যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তার দ্রুত বিচার করতে হবে। একইসাথে সারাদেশে সাম্প্রদায়িকতার যে চাষ হচ্ছে তা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে