কাকনহাটে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে এ্যাডভোকেসীন সভা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১; সময়: ৮:১২ অপরাহ্ণ |
কাকনহাটে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে এ্যাডভোকেসীন সভা

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : গোদাগাড়ী কাকনহাট বাল্যবিবাহ ও মাদক ব্যবহার প্রতিরোধে এ্যাডভোকেসীন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাকনহাট ঝিনাফুলবাড়ী আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর) নামক বেসরকারী সংস্থার আয়োজনে এই এ্যাডভোকেসী হয়।

সভায় ন্যাশন্যাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন(এনএজিআর )এর নির্বাহী সদস্য মি. রবীন্দ্রনাথ হেমব্রম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন,অত্র এলাকার মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দীন, ন্যাশন্যাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন(এনএজিআর) এর প্রকল্প সমন্বয়কারী শ্যামসন সরেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, ঝিনাফুলবাড়ী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফ্রান্সিস মার্ডী, সভাপতি মি. বিপ্লব বাস্কী, আদিবাসী সমাজ সেবক রেভা. নরেশ হাঁসদা, সনাতন টুডু সহ এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রায় ৩০০ জন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম বলেন, ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রিভ্যুলেশন (এনএজিআর) দেশের উত্তরাঞ্চলের রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধপানির ব্যবহার, সামাজিক সচেতনতা, বৃক্ষরোপন (পরিবেশ সবুজায়ন), করোনা সচেতনতা সহ অধিকার বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে