পোরশার গাঙ্গুরিয়া ইউপিতে নৌকার মাঝি হতে চান প্রভাষক এনামুল

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ১:১০ অপরাহ্ণ |
পোরশার গাঙ্গুরিয়া ইউপিতে নৌকার মাঝি হতে চান প্রভাষক এনামুল

নিজস্ব প্রতিবেদক, পোরশা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও আওয়ামী লীগ উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক প্রভাষক এনামুল হক।

নৌকা প্রতিক পাওয়ার আশায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর আবেদন করেছেন তিনি। এছাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনমত সৃষ্টির লক্ষ্যে তিনি নিজ এলাকায় সকলের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত সর্বস্তরের জনগনের স্বার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে দেখা গেছে তাকে। বিভিন্ন গ্রামে গিয়ে তিনি সকলের কাছে দোয়া, আশির্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মনোনয়ন প্রত্যাশী এনামুল যায়যায়দিনকে জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। তিনি ২০০৪ সালে গাংগুরিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্তু উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আর এসুবাদেই ২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদ পেয়েছেন।

ফলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে অভিমত ব্যাক্ত করেন।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে, এলাকার উন্নয়ন ও সংশ্লিষ্ট ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরের জন্য কাজ করবেন। তিনি ছাত্রলীগ থেকে উঠে আসা, উচ্চ শিক্ষিত, সত ও যোগ্য একজন তরুন বলে মনে করেন। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তরুন ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার দিলে তিনি নৌকা প্রতিক নিতে মনোনয়ন পাবেন বলে আশা করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে