পবা ইউপি নির্বাচনে হরিপুর ও পারিলার নৌকা প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
পবা ইউপি নির্বাচনে হরিপুর ও পারিলার নৌকা প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীক পেয়েই জেলার পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমে উঠছে নির্বাচনী প্রচার প্রচারণা। তাদের সমর্থকরা মিছিল, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নানাভাবে তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। তবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাপ অনেকটাই কম এই নির্বাচনে। অনেকটা নীরবে মনোনয়ন সংগ্রহ ও জমা দিচ্ছেন তারা। এমনকি নির্বাচনী এলাকায়ও কোনো প্রার্থীর পক্ষে আনন্দমিছিল বা শোভাযাত্রাও হয়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত হরিপুরের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বজলে রেজবি আল হাসান মঞ্জিল ও পারিলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ফাহিমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পবা উপজেলা রির্টানিং অফিসার শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

এদিকে হরিপুরের নৌকাপ্রার্থী বজলে রেজবি আল হাসান মঞ্জিলের মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন, ৪ নং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল বাশার ওরফে লিটন, সাধারণ সম্পাদক কামারুজ্জামান নবাব, ৪ নং হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক সেক্রেটারি সুজন আলী, সমাজসেবক শরিফুল ইসলামসহ তার সমর্থকরা।

অপরদিকে ফাহিমা বেগমের মনোনয়নপত্র জমা দেওয়া সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম, পারিলা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি খাইরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পারিলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম রুবেলসহ জেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, পবা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গত ১৪ অক্টোবর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ নভেম্বর।

মনোনয়ন বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের সময় ১১ নভেম্বর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পবা উপজেলার দর্শণপাড়া ইউপিতে কামরুল হাসান, হুজুরীপাড়া গোলাম মোস্তফা, হড়গ্রামে ফারুক হোসেন, হরিপুরে বজলে রেজবি আল হাসান, দামকুড়ায় রফিকুল ইসলাম, বড়গাছিতে শাহাদাৎ হোসাইন সাগর ও পারিলায় একমাত্র নারী প্রার্থী ফাহিমা বেগমকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে