রাজশাহীতে ‘জেএন রবীন্দ্র ধারা’র উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ‘জেএন রবীন্দ্র ধারা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ‘জেএন রবীন্দ্র ধারা’ নামের নতুন একটি মিউজিক ভিডিও চ্যানেলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরায় কেক কেটে ইউটিউব ভিত্তিক এই চ্যানেলের উদ্বোধন করা হয়।

এসময় জেএন রবীন্দ্র ধারার শিল্পী ও স্বত্বাধিকারী ঝর্ণা একাধিক সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীতের পাশাপাশি অনুষ্ঠানে সংগীতচিত্রের ভিডিও প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পন্দন মিউজিকের স্বত্বাধিকারী চপল খানের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ক্লাসিকাল শিল্পী পন্ডিত অমরেশ রায় চৌধুরী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুর রশীদ, কবি প্রত্যয় হামিদ, আমিনা আনসারী, সংগীতশিল্পী কাজী মন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক কলিম উদ্দিন। অনুষ্ঠানে জেএন রবীন্দ্র ধারার স্বত্বাধিকারী শিল্পী ঝর্ণার পাশাপাশি স্পন্দন মিউজিকের শিল্পী জলি খান নিজেদের সঙ্গীত পরিবেশন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে