রাজশাহী থেকে বাড়তি ভাড়ায় বাস চলাচল শুরু

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
রাজশাহী থেকে বাড়তি ভাড়ায় বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী থেকে ঢাকাগামী এবং অন্যান্য বাস চলাচল করতে শুরু করেছে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাস ধর্মঘটের পর সোমবার সকাল থেকে বর্ধিত ভাড়া নিয়ে পুনরায় চলছে বাস।

রাজশাহী থেকে ঢাকাগামী ননএসি পূর্বের ভাড়া ছিলো ৪৮০ টাকা, বেড়ে দাঁড়িয়েছে ৬০০ টাকা। এসি বাসের ভাড়া ছিলো ১০০০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকা।

বর্ধিত ভাড়া প্রসঙ্গে বিভিন্ন বাস কাউন্টারের কর্মচারীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বর্ধিত করা হয়েছে এবং আজ থেকেই তা কার্যকর করা হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, বর্ধিত ভাড়া কার্যকর করা হয়েছে। কোন জায়গায় কত টাকা ভাড়া হবে চার্ট টাঙিয়ে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিআরটিএর ঘোষণার পর রোববার সন্ধ্যা থেকেই রাজশাহীতে বাস চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। রাজশাহীতে যেহেতু টাউন সার্ভিস নাই তাই সব রুটেই কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা হারে ভাড়া কার্যকর হবে। তবে ঢাকাগামী দূর পাল্লার বাসের ক্ষেত্রে যমুনা সেতুর টোল যুক্ত হওয়ায় ভাড়া আরও কিছুটা বাড়বে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে