বাঘায় চুরি যাওয়া সাত মহিষ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
বাঘায় চুরি যাওয়া সাত মহিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় চরাঞ্চলের বাথানবাড়ি থেকে চুরি যাওয়া ৭টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লালপুরের বিলমাড়িয়ার দক্ষিনে পদ্মার চরাঞ্চল থেকে এই মহিষগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশি ফতেপুর গ্রামের ইদ্রিস খামারুর বাতানবাড়ি থেকে রোববার রাতের কোন এক সময়ে মহিষগুলো চুরি হয়।

বিষয়টি বাঘা থানার পুলিশকে অবগত করার পর অভিযান পরিচালনা করে পুলিশ। সেই অভিযানে লালপুর উপজেলার বিলমাড়িয়ার দক্ষিনে পদ্মার চরাঞ্চল থেকে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। তবে চুরির সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুৃরি যাওযার চার ঘন্টার ব্যবধানে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। তবে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে