বাঘায় পল্লী সমাজ নেতাদের সক্ষমতা বিকাশ প্রশিক্ষণ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১; সময়: ৭:২০ অপরাহ্ণ |
বাঘায় পল্লী সমাজ নেতাদের সক্ষমতা বিকাশ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে পল্লী সমাজ নেতাদের ১ দিনের সক্ষমতা বিকাশ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাঘা ব্র্যাক এলাকা অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষনে সূচনা অধিবেশন, নিজ নিজ সমাজের সমস্যার চিএ, নারীর ক্ষমতায়ন, নির্যাতন প্রতিরোধ প্রতিকারে করনীয়, পারিবারিক আইনের ধারা, সরকারি হট লাইন পরিসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ধরন, আইনি সহায়তা, আমাদের স্বপ্ন ও দিবস পর্যালোচনা বিষয় বস্তুু নিয়ে আলোচনা করেন তারা।

প্রশিক্ষন পরিচালনা করেন ক্যাপাসিটি বিল্ডিং এর ডেপুটি ম্যানেজার জয়চাঁদ কর্মকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, রাজশাহী জোনাল ম্যানেজার সেলপ সুফিয়া বেগম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঘা ব্র্যাক অফিসের অফিসার সেলফ মোমিনুল ইসলাম।

এছাড়াও, প্রশিক্ষনে ১৩ টি পল্লী সমাজ সংগঠনের ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে