পুঠিয়ায় ২ ইউপিতে ১৩৭ জনের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১; সময়: ৭:২২ অপরাহ্ণ |
পুঠিয়ায় ২ ইউপিতে ১৩৭ জনের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : পঞ্চম দফায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৯ জন এবং সাধারন সদস্য পদে ১০৮ জনসহ মোট ১৪৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার জয়নুল আবেদীন জানান, সোমবার প্রতীক বরাদ্দের দিনে প্রার্থীদের পছন্দ ও লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। চেয়ারম্যান পদে বানেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ পেয়েছেন (নৌকা) প্রতীক, ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল (আনারস) প্রতীক ও ওয়ার্কাস পার্টির মামুনুর রশীদ (হাতুড়ি) প্রতীক।

বেলপুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ রাজিবুল হক (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাকিব (মোটরসাইকেল ) প্রতীক, ও মোঃ বদিউজ্জামান (ঘোড়া) প্রতীক। এছাড়াও উপজেলার দুইটি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ১০৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে