বিজয় ২১
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১; সময়: ১১:১৬ পূর্বাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
পদ্মাটাইমস ডেস্ক :
বিজয়ের উল্লাস খানিকটা অন্যরকম এবার;
সুবর্ণজয়ন্তী বাঙলার স্বাধীনতার, জন্মশতবর্ষ
জাতির পিতার-একচল্লিশ রূপায়নে
শপথ নেয়ার অঙ্গিকারের দিন এবার।
মর্যাদা, প্রাপ্তি আর লড়াইয়ে
সবুজ শ্যামল বাঙলার মাঠ প্রান্তর
কিংবা কিষাণীর আঙ্গিনার ঘাস ও লতায়
ভালোবাসা ছড়ায়, রয়ে রয়ে বয় সুবাতাস
আর উজলাÑবিশ্ব দেউলে বাংলার মুখ।
আরও বাকি অনেকটা পথচলা বাঙলার
এখন; শপথ এবার রাজনীতি আর
আর্থ-সামাজিক মুক্তির; নারীর
পীড়ন-নিপীড়ন, ঘুষ-দুর্নীতি
মাদক, সন্ত্রাস রন্ধ্রে রন্ধ্রে ঘুনপোকা
নিপাত যাক সব-ঐক্যের, সাম্যের, ভ্রাতৃত্বের
বন্ধন হোক বিশ্বাসে অটুট।
লেখক-মাহবুব দুলাল
সাংবাদিক, কবি ও কলামিস্ট।