বাগমারায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২; সময়: ২:৩০ অপরাহ্ণ |
বাগমারায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় বিনামূল্যে পাঠাপুস্তক বিতরণ করা হয়েছে। সরকারী নির্দেশনা মেনে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে নতুন বই। করোনা সংক্রমণের কারনে এবার একদিনে সকল শিক্ষার্থীর হাতে বই প্রদান করা হচ্ছে না। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বছরের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

শনিবার উপজেলার মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সকালে মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন, পিটিএ সভাপতি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আবুল হোসেন আকাশ সহ শিক্ষকবৃন্দ।

অপরদিকে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনিল কুমার সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বেশ কয়েক জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে সরকারী নির্দেশনা মোতাবেক সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে।

প্রধান অতিথি অনিল কুমার সরকার বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই দেশে শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ফলে বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার। সেই সাথে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও অনেকাংশে কমেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পাঠ্য পুস্তকই বিনামূল্যে প্রদান করছেন না। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সে জন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছেন। এদিকে বছরের প্রথম দিনে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ে সভাপতি সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে