পবায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২; সময়: ৪:৩৬ অপরাহ্ণ |
পবায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলাতে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যেছিল, সনদ ও ঋণ বিতরণ এবং আলোচনা সভা।

রবিবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্য়ালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার লসমি চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা এম এন জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা পল্লী জীবিকায়ন প্রকল্প মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি বক্তাগণ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন। সুবিধা ভোগী সফল প্রতিনিধি রানা ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি গোলাম মোস্তফা সরকার বিজলী সমাজসেবার বিভিন্ন সুবিধা পাওয়া ও চাওয়া নিয়ে তার অনুভূতি নিয়ে বক্তব্য রাখেন।

উপজেলার নিবন্ধনকৃত সংগঠনগুলোর মধ্যে থেকে সমাজসেবায় সমাজের উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সনদ পেলেন ইয়াকুব আলী ও শফিকুল ইসলাম এবং সফল ঋণগ্রহীতা সনদ প্রতিবন্ধী স্বপন রানা এছাড়াও শেষে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নাগরিক, সমাজসেবা কর্তৃক নিবন্ধনকৃত সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে