শিবগঞ্জে মৎসজীবি সমিতির মাঝে পিকআপ বিতরণ ও কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২; সময়: ৭:৪৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে মৎসজীবি সমিতির মাঝে পিকআপ বিতরণ ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ প্রকল্পের আওতায় মাছ পরিবহন জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিআইজি মৎস্যজীবি সমিতির মাঝে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ লাখ ৮৭ লাখ টাকা সরকারি অর্থায়ন ও ৪ লাখ ১২ হাজার টাকা সিআইজি মৎস্যজীবি সমিতির অর্থায়নে এই পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা।

অপরদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়ের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় ছিন্নমূল মানুষের পাশে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে