আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৬:৫৫ অপরাহ্ণ |
আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মোঃ মাইন উদ্দীন আহম্মেদের ছেলে মোঃ দ্বারা উদ্দীন জিসান(৩৭) এবং ডিঙ্গাডোবা গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ ইসারুল ইসলাম(৪০)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশে কাজ করছে আরএমপি।

গতকাল ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা হতে আসামী জিসান ও ইসারুল ইসলামকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে