নাটোরে হত্যা মামলার আসামির হাতের আঙুল কেটে নিল প্রতিপক্ষরা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২; সময়: ১০:০১ অপরাহ্ণ |
নাটোরে হত্যা মামলার আসামির হাতের আঙুল কেটে নিল প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম ওরফে খসরু নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার বিকেল ৪টায় রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে।

এদিকে, আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। আহত খসরু ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আবদুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজসহ কয়েকজন ব্যক্তি তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই হাতের চারটি আঙুল কেটে পড়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে