ও নারী

প্রকাশিত: মার্চ ৮, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
ও নারী

অধিকার আদায়ের সাথে
স্বপ্ন দেখো সমুদ্র পাড়ির,
স্টিয়ারিং ধরো চালাও গাড়ি।

ঘোলা পরিবারে নাইবা থাকা-
ত্যাগ করো সংসারের ঘানি
বেরুতে হবে দিক-বিজয়ে।

লড়াই করে এগিয়ে চলো
শাসন বাঁধনের ভাঙগো শৃঙ্খল
প্রাপ্তি এখনো অনেক দুর
পুরুষ বাঁজাবে না নারীর সুর-
জল এনে দাও তপ্ত মরুতে
অধিকার ছিনিয়ে নাও
যোগ্যতারই মাপ কাঠিতে।

নিজের তৈরী আগুনে জ্বলে উঠো;
ঘরে বাইরে আঘাৎ করো, বন্ধুর পথ;
শিরে খড়গ খাড়া-
সব ছিড়ে ফেলো, উঠে দাঁড়াও
স্বপ্নগুলো করো সত্যি।

তাই যদি বা নাই হবে
লক্ষী কেন মা কালি তবে।

সবইতো সামনে চলে;
ঘোড়া চলে গাড়ী চলে
হাত চলে পা চলে
জেগে উঠো উল্কার গতিতে
আওয়াজ তুলো
উপড়ে ফেলো আবেগের বেড়া।

অবোধ গুলোকে জড়ো করো
আগুন জ্বালো পুড়িয়ে মারো
অশুভ অকল্যাণ পিছুটানের
লাগামগুলো কল্যাণের ঝকঝকে
দাঁতে ছিড়ে ফেলো।

ওই দুর-দিগন্তের উচ্চ শিরে
না জানা সব শান্তির রথে
চড়বে তোমরা দেখবে জগত
আলোকিত মানুষ হও
দেশ মাতৃত্বের কথা কও।

লেখক-

মাহবুব দুলাল

কবি, সাংবাদিক ও কলামিস্ট

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে