করোনা টেস্ট ছাড়াই ঘুরে আসুন নেপাল

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
করোনা টেস্ট ছাড়াই ঘুরে আসুন নেপাল

পদ্মাটাইমস ডেস্ক : এবার ঈদের ছুটিতে কেউ যদি নেপাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে তাদের জন্য ভালো খবর। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে যাওয়া যাত্রীদের জন্য করোনার বিধিনিষেধ শিথিল করেছে দেশটি।

করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকলে দেশটিতে অবাধে প্রবেশ করা যাবে। লাগবে না কোন করোনা টেস্ট, থাকতে হবে না কোয়ারেন্টাইনেও। শুধু তাই নয়, বিনামূল্যে এক মাসের অন-অ্যারাইভাল ভিসাও দেবে দেশটি।

আজ সোমবার (১৪ মার্চ) নেপালের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। আদেশের একটি কপি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঠানো হয়েছে।

আদেশে টিকা নেওয়া থাকলে অবাধে প্রবেশ করা যাবে বলে উল্লেখ আছে। সেই সঙ্গে আরও বলা আছে, কারও যদি টিকা না নেওয়া থাকে অথবা এক ডোজ নেওয়া থাকে সেক্ষেত্রে তাকে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। সেক্ষেত্রে তাকেও ১ মাসের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

নেপাল জানায়, নেপালে আসা প্রত্যেক যাত্রীকে নিজ দেশ থেকে যাত্রা শুরুর আগে কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কো-অর্ডিনেশন সেন্টারের (সিসিএমসি) দেওয়া একটি ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। ফরমটি দেখতে এখানে ক্লিক করুন।

তবে নেপালে পৌঁছানোর পর যদি কোনো পর্যটকের করোনার লক্ষণ-উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে তাকে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

আজ ১৪ মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর আগের ভ্রমণ নির্দেশনায় টিকার পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল নেপাল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে