মিয়ানমারে রোহিঙ্গা ‘গণহত্যা’র স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মার্চ ২১, ২০২২; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
মিয়ানমারে রোহিঙ্গা ‘গণহত্যা’র স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

পদ্মাটাইমস ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম জনসংখ্যার ওপরে নিপীড়ন ও হত্যার ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার এ কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর এসোসিয়েট প্রেসের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার মার্কিন হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের একটি অনুষ্ঠানে এমন ঘোষণা দিতে পারেন। সেখানে মিয়ানমারের গণহত্যার বিষয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাম না প্রকাশ করার শর্তে একথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জাতিগত উচ্ছেদের অংশ হিসেবে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালায় দেশটির সেনাবাহিনী ও কট্টর বৌদ্ধরা। এতে সেই সময়ে সাড়ে সাত লাখের বেশি মানুষ নাফ নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এই ঘটনার পর মিয়ানমারের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে দেশটি মিয়ানমারে এই নিপীড়ন ও হত্যার ঘটনাকে এতদিন গণহত্যার স্বীকৃতি দেয়নি।

মার্কিন এই স্বীকৃতি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। ইতোমধ্যে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে মিয়ানমার। আগে থেকেই যুক্তরাষ্ট্রকে এই স্বীকৃতি দিতে চাপ দিয়ে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

কংগ্রেসের ওরেগনের ডেমোক্র্যাটিক সেন জেফ মার্কলে প্রত্যাশিত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে অবশেষে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বাইডেন প্রশাসনকে সাধুবাদ জানাই।’

মার্কলে বলেন, ‘যদিও এই পদক্ষেপটি দীর্ঘ সময় পর নেয়া হচ্ছে। তবুও এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

মানবিক সংগঠন রিফিউজিস ইন্টারন্যাশনালও এই পদক্ষেপের প্রশংসা করেছে। তারা বলেছে, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ঘটনাকে যুক্তরাষ্ট্রের গণহত্যা ঘোষণা অর্থবহ পদক্ষেপ। এটি সেই সমস্ত লোকদের জন্য ন্যায়বিচারের প্রতিশ্রুতিবদ্ধতার একটি দৃঢ় পদক্ষেপ, যারা আজও সামরিক জান্তা দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে