রুবলের বিনিময়েই রাশিয়ার গ্যাস কিনেছে এই দেশ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২; সময়: ২:৪১ অপরাহ্ণ |
রুবলের বিনিময়েই রাশিয়ার গ্যাস কিনেছে এই দেশ

পদ্মাটাইমস ডেস্ক : রুবলে বিনিময়েই রাশিয়ার কাছ থেকে গ্যাস নেওয়া শুরু করেছে আর্মেনিয়া। দেশটির অর্থমন্ত্রী ভেগান কেরোবিয়ান এই তথ্য জানান বলে শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরআইএর ভেগান কেরোবিয়ানের বরাত দিয়ে জানায়, আমাদের জাতীয় মুদ্রার দিকেই যেতে হবে… যতদূর আমি জানি, শেষ কয়েকটি লেনদেন রুবেলে করা হয়েছে। সেই লেনদেন উপযুক্ত হারেই হয়েছে।

রুবলে লেনদেনের বিষয়টি স্পষ্ট করে মন্ত্রী বলেন, গ্যাসের দাম ডলারে নির্ধারিত হলেও তা মেটানো হয়েছে রুবলে।

এর আগে চলতি বছরের ৩১ মার্চ ‘অবন্ধুসুলভ দেশগুলো’কে রাশিয়ার গ্যাস কিনতে চাইলে অর্থ পরিশোধের জন্য গ্যাজপ্রম ব্যাংকে বিশেষ রুবল ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে হবে বলে এক ডিক্রি জারি করেন পুতিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে