ধর্ষণের শিকার কিশোরী, নাম বলে ‘কাঠগড়ায়’ বিজেপি নেত্রী

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২; সময়: ১১:১০ পূর্বাহ্ণ |
ধর্ষণের শিকার কিশোরী, নাম বলে ‘কাঠগড়ায়’ বিজেপি নেত্রী

পদ্মাটাইমস ডেস্ক : নদিয়ায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া এক কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ রেখা বর্মা।

এরপর সংবাদ সম্মেলনে এসে কিশোরীর নাম-পরিচয় বলে দিয়েছেন। এতেই বিপাকে পড়েছেন তিনি। চলছে তুমুল সমালোচনা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নদিয়ার এই ধর্ষণ-মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে দলের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গড়ার কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। শুক্রবার ওই কমিটির চার সদস্য কিশোরীর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান।

রেখা ছাড়াও তামিলনাড়ুর বিজেপি বিধায়ক ভানাথি শ্রীনিবাসন, তামিল অভিনেত্রী খুশবু সুন্দর এবং ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ওই দলে ছিলেন।

সাংসদ রেখার দাবি, এরপর সংবাদ সম্মেলনে ভুল করে মুখ ফস্কে কিশোরীর নাম বলে ফেলেছে তিনি। ইচ্ছে করে বলেননি।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, মেয়েটির নাম বলে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে শোকজ করে চিঠি পাঠিয়েছি।

তিনি বলেন, এর আগে ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীর মায়ের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছিল বিজেপির ওয়েবসাইটে। সেই ক্ষেত্রেও শোকজ নোটিস দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে