বিএনপির এক নেতার নির্দেশে আরেক নেতার ওপর হামলা

প্রকাশিত: মে ৭, ২০২২; সময়: ১১:২৫ পূর্বাহ্ণ |
বিএনপির এক নেতার নির্দেশে আরেক নেতার ওপর হামলা

পদ্মাটাইমস ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুলকে হত্যাচেষ্টার অভিযোগে মাসুদ খান নামে এক বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক মেয়রের বাড়ির কাছে একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আটক বিএনপিকর্মী মাসুদ খান পৌরসভার কাকচর মহল্লার মৃত আবু খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল নান্দাইল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চারিআনি পাড়া মহল্লার বাসিন্দা। ওই এলাকাতেই অবস্থিত ইছহাক মার্কেট।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মার্কেটের সামনে বসে সমর্থক নিয়ে সময় কাটাচ্ছিলেন তিনি। এ সময় তিন তরুণ ছুরি নিয়ে পিকুলের ওপর হামলা করেন। পরে তার লোকজন মাসুদ খান নামে এক বিএনপিকর্মীকে ছুরিসহ ধরে ফেলেন।

বিএনপি নেতার বড়ভাই মো. আনোয়ারুল ইসলাম চান জানান, তিনি এ ঘটনা শুনে বাড়ি থেকে মার্কেটে ছুটে যান। ওই বিএনপিকর্মী মাসুদকে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় মাসুদ বিএনপির অপর এক নেতার নির্দেশেই এ কাজ করেছেন বলে তা প্রকাশ্যেই স্বীকার করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত মাসুদ খানকে আটক করে থানায় আনা হয়েছে। এখন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে