আফগানিস্তানে ক্ষুধার্ত প্রায় এক কোটি শিশু

প্রকাশিত: মে ১১, ২০২২; সময়: ১১:১২ পূর্বাহ্ণ |
আফগানিস্তানে ক্ষুধার্ত প্রায় এক কোটি শিশু

পদ্মাটাইমস ডেস্ক : গভীরতর অর্থনৈতিক সংকটে তীব্র ক্ষুধায় ধুঁকছে আফগানিস্তানের প্রায় এক কোটি শিশু। মঙ্গলবার (১০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

আন্তর্জাতিক সংস্থাটি আফগান শিশুদের জীবন বাঁচানোর জন্য ‘তাৎক্ষণিক খাদ্য সহায়তা’র আহ্বান জানিয়েছে। তবে প্রতিবেদনে তারা জানিয়েছে, শুধুমাত্র সাহায্যই ক্ষুধা সংকট মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়।

বার্তা সংস্থা আলজাজিরার খবরে জানা যায়, সাম্প্রতিক মাসগুলোতে আফগান পরিবারগুলোর কাছে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য সহায়তা পৌঁছানো সত্ত্বেও খাদ্য সংকট বিরাজ করছে। ১৯.৭ মিলিয়ন শিশু এবং জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ এখনও ক্ষুধার্ত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধুমাত্র গত দুই থেকে তিন মাসে প্রায় ২০ হাজার মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছেন।

সেভ দ্য চিলড্রেনসের মুখপাত্র এথেনা রেবার্ন বলেন, ‘‘প্রতিদিন আমাদের স্বাস্থ্যকর্মীরা এমন শিশুদের চিকিৎসা করছেন যারা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা দিনে মাত্র একবার রুটি খাচ্ছে, দুঃখের সাথে বলছি তারাই ভাগ্যবান।’’

তিনি আরও বলেন, ‘‘আফগানিস্তানের শিশুরা সংঘাতহীন জীবন কী, তা জানে না। যদি শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ক্ষুধা ও খালি পেটে পৃথিবীটাকে জানতে পারবে না।’’

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের এক গুচ্ছ নিষেধাজ্ঞা দেশটিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিচ্ছিন্ন করে।

দেশটির ১০ বিলিয়ন ডলার হিমায়িত হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে