১৫ দিন ধরে নিখোঁজ আত্রাইয়ের এনজিও কর্মী

প্রকাশিত: মে ৩১, ২০২২; সময়: ১:১৬ অপরাহ্ণ |
১৫ দিন ধরে নিখোঁজ আত্রাইয়ের  এনজিও কর্মী

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৩৫) গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি তার কর্মস্থল পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে ওই যুবকের পিতা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, মামুন পাবনার ঈশ্বরদীতে দিশা এনজিও সাহাপুর শাখায় কর্মরত ছিলেন। গত ১৮ মে ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাকুরী হতে বাধ্যতামূলক ছুটি দেন।

এদিকে বাধ্যতা মূলক ছুটির অফিস আদেশ প্রাপ্তির পর মামুন তার দায়িত্ব বুঝে দেয়ার জন্য কয়েকদিন সেখানে অবস্থান করেন। গত ২১ মে থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও (০১৭৫০-৬১৮৪৬৭) সার্বক্ষণিক বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে ওই যুবকের পিতা ফজলুর রহমান গত ২৩ মে ঈশ্বরদী থানায় একটি জিডি করেছেন (জিডি নং- ১২০১, তারিখ ২৩-৫-২০২২ ইং)।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই যুবকের পিতা ফজলুর রহমান গত ২৩ মে থানায় একটি জিডি করেছেন, তদন্তের জন্য এক অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে